মেহেরপুরের গাংনীর চৌগাছা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ গোলাম মোস্তফা ওরফে ডাকু (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে সেনাবাহিনী ও র্যাবের সমন্বিত একটি টিম তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
গোলাম মোস্তফা ওরফে ডাকু চৌগাছা গ্রামের ভিটাপাড়ার মৃত আজিজুল হকের ছেলে। তিনি গাংনী পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সাপেক্ষে গাংনী থানায় হস্তান্তর করা হয়।
র্যাব—১২ গাংনী ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোলাম মোস্তফা ডাকুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়ে তার নামে মামলা দায়েরসহ গাংনী থানায় সোপর্দ করা হচ্ছে।
কেকে/এআর