নারায়ণগঞ্জে পৃথক দুইটি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক পৃথকভাবে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হত্যা মামলায় স্ত্রী শাহীনূর আক্তারকে যাবজ্জীবন ও তার পরকীয়া প্রেমিক রিপন মিয়াকে (৩৮) মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণাকালে রিপন মিয়া আদালতে উপস্থিত থাকলেও শাহিনুর আক্তার পলাতক ছিলেন।
অন্যদিকে সিদ্ধিরগঞ্জে বন্ধুদের হাতে এক যুবক খুনের ঘটনায় আবু আবতাব স্বপনকে (৩৪) যাবজ্জীবন ও সবুজ গাইনকে (৩০) ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক।
জানা যায়, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর শাহিনুর আক্তার ও রিপন মিয়া মিলে স্বামী মোশারফ হোসেনকে বৈদ্যুতিক শক দিয়ে অজ্ঞান করে বাথরুমে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করেন। পরে নিহতের ভাই সোলায়মান ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন।
অন্যদিকে ২০১৯ সালের ১৫ ডিসেম্বর রাতে বিকাশ গাইন ওরফে কালু বন্ধুদের নিয়ে যৌনকর্মীসহ আনন্দ-ফুর্তি করতে সিদ্ধিরগঞ্জে আসেন। একপর্যায়ে বন্ধুদের সঙ্গে ঝগড়ার জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই গোবিন্দ লাল গাইন বাদী হয়ে মামলা দায়ের করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক কাইউম খান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/ আরআই