জামালপুরে বিএনপির সাবেক এক নেতাসহ তিন ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করেছে ভুক্তভোগী এক পরিবার।
শনিবার রাতে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে ভুক্তভোগী রোকসানা ইয়াছমিন দীপা।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জামালপুর শহরের গেইটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণে তাদের তিন পরিবারের মালিকানাধীন ভূমি ও স্থাপনার কিছু অংশ সরকার অধিগ্রহণ করেছে। ভূমি ও স্থাপনার ক্ষতিপূরণ বাবদ অধিগ্রহন শাখা ২ কোটি ৬২ লাখ টাকা প্রদানের পত্র দিয়েছে। ওই ভূমির মালিকানা না থাকলেও ক্ষতিপূরণের টাকা থেকে এক কোটি টাকা দাবি করেছে আনোয়ার হোসেন এবং তার দুই ভাই সাজু ও রাজু ।
তিনি আরও জানান, দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ভুক্তভোগী দীপাসহ তিনটি পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রোকসানা ইয়াছমিন দীপাসহ তিনটি পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের নিরাপত্তা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবার দাবি জানান ভুক্তভোগীরা।
এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, এসব অভিযোগ সঠিক নয়। অধিগ্রহণ করা জমি তাদের পৈত্রিক সম্পত্তি।
কেকে/ আরআই