মাদারীপুরের শিবচরে ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মুন্সী (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকালে শিবচর উপজেলা বহেরাতলা উত্তর ইউনিয়ন সোতারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর মুন্সি শিবচর উপজেলা উত্তর বহেরাতলা ইউনিয়ন চরগজারিয়া এলাকা মোতাহার মুন্সি ছেলে।
এলাকাবাসী জানায়, সকালে আব্দুল মুন্সী সোতাপাড় এলাকায় ডাব পাড়তে যান, এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডাব গাছ থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবার ও এলাকাবাসী লোকজন আব্দুর মুন্সিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেলে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, এটি একটি মর্মানিন্তিক ঘটনা। আমরা খোঁজ নিচ্ছি।
কেকে/ এমএস