সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
দেশজুড়ে
বান্দরবানে বিনামুল্যে চিকিৎসা ও মানবিক সহায়তা দিচ্ছে সেনাবাহিনী
কৌশিক দাশ ,বান্দরবান
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ২:৫৪ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বান্দরবানে অসহায় দুঃস্থ রোগীদের নিয়মিত বিনামুল্যে চিকিৎসা আর ওষুধ দিচ্ছে এমডিএস, ৭ফিল্ড এ্যাম্বুলেন্স। শুধু বিনামুল্যে চিকিৎসা আর ওষুধ নয়, উন্নত চিকিৎসার জন্য অনেক রোগীকে দেওয়া হয়েছে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ।

সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরণের সহায়তা পেয়ে বাঙ্গালিদের পাশাপাশি দুর্গম বিভিন্ন পাড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দারা বেশ খুশি। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বান্দরবান সদরের সেনাবাহিনীর ৬৯পদাতিক ব্রিগেড এর সার্বিক তত্বাবধানে বান্দরবান সেনানিবাসে এমডিএস,৭ফিল্ড এ্যাম্বুলেন্স এর মাধ্যমে  প্রতি রবিবার আর বুধবার সপ্তাহে দুইদিন সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামুল্যে চিকিৎসা আর ওষুধ দেয়া হচ্ছে এলাকার দুস্থ ও অসহায় রোগীদের। শুধু বিনামুল্যে চিকিৎসা আর ওষুধ নয়, যাদের জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য বান্দরবানের বাইরে চট্টগ্রাম বা ঢাকা হাসপাতালে যাতায়াতের প্রয়োজন তাদেরকে মানবিক সহায়তা হিসেবে বিভিন্ন পরিমান নগদ অর্থ প্রদান করা হচ্ছে।

এদিকে সেনাবাহিনীর এ মহৎ কর্মকাণ্ডের ফলে জেলা সদরের পাশাপাশি দুর্গম গ্রামগুলোর বিভিন্ন পাড়ার মারমা, ত্রিপুরা, বম, ম্রো, খুমীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুঃস্থ ও অসহায় রোগীরা খুশি। একসময়ে অর্থের অভাবে যারা চিকিৎসা করতে পারতো না, এখন সেই রোগীরা ছুটে যাচ্ছে এমডিএস ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এ চিকিৎসা নিতে।

এমডিএস ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এ চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন যৌথখামার এলাকার বাসিন্দা নুরুল ইসলাম জানান, আমার স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। প্রথমদিকে আমি আমার স্ত্রীকে বান্দরবানের  এমডিএস ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এ চিকিৎসা নিতে নিয়ে আসি, পরে সেখানে নানান ধরণের পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যেতে বলে এবং আমাকে আর্থিকভাবে সহায়তা করে। সেনাবাহিনীর অবদানের কারণে আজ আমি আমার স্ত্রীকে চট্টগ্রামে চিকিৎসা করাতে পারছি।

বালাঘাটা থেকে চিকিৎসা নিতে আসা মনুচিং মারমা জানান, আমি ও আমার পরিবার প্রায় সময় এমডিএস ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এ চিকিৎসা নিতে আসি। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের খুব যত্ন সহকারে দেখে এবং সে অনুযায়ী ওষুধ প্রদান করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরণের বিনামুল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান কার্যক্রমে পাহাড়ের অনেক মানুষ উপকৃত হচ্ছে।

এমডিএস ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এর চিকিৎসক ক্যাপ্টেন মো. আবু সায়েম জানান, বান্দরবান সদরসহ বিভিন্ন দুর্গম উপজেলা থেকে প্রতি রোববার ও বুধবার অসংখ্য রোগী ছুটে আসে এমডিএস ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এ সেবা নিতে। আর যাদের জটিল রোগ নির্ণয় করা হয় পরবর্তীতে তাদের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম বা ঢাকার বিভিন্ন মেডিকেল হাসপাতালে পাঠানো ও নানা রকমের আর্থিক সহায়তা দেয়া হয়।
 
তিনি আরো জানান, বান্দরবানে প্রাথমিক চিকিৎসা দিয়ে যেসকল রোগীকে চট্টগ্রাম বা ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় তাদের পরবর্তী সময়ের আপডেটগুলো আমরা তদারকি করি। ২০২৫সালের জানুয়ারী মাস থেকে এখন পর্যন্ত ১০হাজার ৩শত ৮৫জন রোগীকে বিনামুল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হয়েছে আর তার পাশাপাশি প্রদান করা হয়েছে বিভিন্ন পরিমান আর্থিক সহায়তা। 

ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যেকোনো প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবার প্রত্যাশা করেন এমডিএস ৭ফিল্ড এ্যাম্বুলেন্স এর বিশেষজ্ঞ চিকিৎসকরা।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বিনামুল্যে চিকিৎসা   মানবিক সহায়তা   সেনাবাহিনী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বাগেরহাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন
ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত
শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক
বিপর্যস্ত বাংলাদেশের সামনে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close