গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ঈশ্বরগঞ্জ থানার ওসি সড়কে অবস্থানরতদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
সড়কে অবস্থান নিয়ে দলীয় নেতা-কর্মীরা প্রথমে টায়ারে আগুন দেন। পরে তারা বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করতে থাকেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. কাঞ্চন আহমেদ,ময়মনসিংহ মহানগর গণঅধিকার পরিষদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম,জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির খান, ঈশ্বরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ,উপজেলা যুব-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাজু রায়হান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলের নেতা-কর্মীদের ওপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে। এতে ভিপি নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন। ২৪-এর অভ্যুত্থানের পর এমন একটা বর্বরোচিত হামলা সত্যিই নিন্দনীয়। স্বাধীন দেশে আবারো রক্ত দিতে হলো আমাদের। জাতীয় পার্টির মতো একটি স্বৈরাচারীর সহযোগী দলকে প্রশাসন থেকে এমন সমর্থনের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নেতারা।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, দুপুরে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালনের চেষ্টা করেন। পরবর্তীতে তাদের বুঝিয়ে বললে তারা দ্রুততম সময়ের মধ্যে মহাসড়ক ছেড়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি।
কেকে/ এমএস