গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালী বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।
শনিবার (৩০আগস্ট) বিকালে উপজেলা সদর ওছখালীতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে, একটি মিছিল হাতিয়া দ্বীপ সরকারি কলেজ থেকে শুরু হয়ে উপজেলা ওছখালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মো. তামজিদ উদ্দিন, হাতিয়া উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি আরিফ খান, সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন, উপজেলা ছাত্রঅধিকার পরিষদ নেতা আজিম উদ্দিন, আয়াত উদ্দিন, মেহেদী হাসান প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর ন্যক্কারজনক হামলা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে ভিপি নুরের উপর হামলা করা হয়েছে। এই হামলা গণমানুষের কণ্ঠ রোধে অপচেষ্টা। এই হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান তারা।
কেকে/ এমএস