চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আলিফ হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বেলা ১২ টার দিকে প্রতিবেশী বাবলু রহমানের বাড়ির ছাদে খেলা করার সময় এই দূর্ঘটনাটি ঘটে। সে দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে আলিফ হোসেন প্রতিবেশী বাবলু রহমানের বাড়ির ছাদে খেলছিল। বেলা ১২ টার দিকে খেলার সময় হঠাৎ অসাবধানতাবসত ছাদের পাশ দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের তারে স্পৃষ্ট হয় সে।
এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. মহিবুল্লাহ জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া আলিফকে হাসপাতালে নেয়া হলে তাকে পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।
কেকে/ আরআই