জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন,‘বিএনপি একমাত্র রাজনৈতিক দল ও তারেক রহমান একমাত্র রাজনৈতিক নেতা, যিনি সৎসাহস নিয়ে বলেছেন যে আমার দলের কোনো নেতাকর্মী অপরাধ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যখন আমি আমার সংগঠনের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তার মানে আমি মেনে নিচ্ছি সে অপরাধ করেছে। এই সৎসাহস বিএনপি ও তারেক রহমান ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতার নেই’।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘আমি এবং আপনি কিছুদিন আগে মজলুম ছিলাম, আজকে সেই আপনি যদি জালিমের ভূমিকায় অবতীর্ণ হন তাহলে জাতীয়তাদী দলে আপনার যায়গা থাকার কোনো সুযোগ নেই। যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, অভিযোগের নূন্যতম সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে সংগঠনে থাকতে পারবে না। বিএনপি একমাত্র রাজনৈতিক দল ও তারেক রহমান একমাত্র নেতা যিনি মানুষকে দেখানোর জন্য কিছু করে না।
সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আজমের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তৃতা দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির জ্যৈষ্ঠ সহ-সভাপতি ইয়াছিন আলী, বিশেষ অতিথি সহ-সভাপতি ফখরুল ইসলাম লিটন, ড. মফিদুল আলম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, নীলফামারী জেলা বিএনপির সদস্য রেদওয়ানুল হক বাবু। সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব। সভায় জেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস