শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফ্যাকাল্টি অব অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিনে “নবম ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৪” অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এ ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তিনি বলেন, শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আরও দক্ষ হয়ে উঠবে। এতে করে শিক্ষার্থীরা দেশ ও বিশ্ব দরবারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নামকে উজ্জ্বল করবে এটাই আমার বিশ্বাস। এ আয়োজনে শিল্পখাতের দুই প্রতিষ্ঠান ACI অ্যানিমেল হেলথ এবং The ACME ল্যাবরেটরিজ অংশীদার হিসেবে যুক্ত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। স্পনসর প্রতিষ্ঠান ACI অ্যানিমেল হেলথের হেড অব বিজনেস ড. মোহাম্মদ আমজাদ হোসেন এবং কো-স্পনসর The ACME ল্যাবরেটরিজের সেলস ম্যানেজার (ভেট) ড. মো. জুলহাস উদ্দিন বক্তব্য রাখেন। তারা বলেন, শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণ ও শিল্পখাতের অভিজ্ঞতার সমন্বয় ভবিষ্যৎ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রুপসানা পারভীন বর্ষার সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ইন্টার্নশিপ উপকরণ বিতরণ করা হয় এবং ‘AgroVet Product’ বিষয়ক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন ড. মো. মহব্বত আলী এবং ড. মোছা. শরীফা জাহান। সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন এর ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
কেকে/এজে