বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফাতেমা জহির মজুমদার।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কোম্পানির ২২২তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
সভায় শুরুতেই কোম্পানির স্বতন্ত্র পরিচালক আবুল কাশেম নতুন চেয়ারম্যান হিসেবে ফাতেমা জহির মজুমদারের নাম প্রস্তাব করেন। পর্ষদ সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদন করেন এবং তাকে আগামী কার্যমেয়াদ পর্যন্ত দায়িত্ব অর্পণ করা হয়।
ফাতেমা জহির মজুমদার দীর্ঘদিন ধরে বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ও অডিট কমিটিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি নারী উদ্যোক্তা হিসেবে দেশে-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত আছেন।
ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জনের পর তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন। সমাজকল্যাণে ব্রতী এই নারী উদ্যোক্তা গুলশান লেডিস ক্লাব, ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টার, টাইগার ট্যুরস লিমিটেড, ব্লু ফ্লাই একাডেমি প্রভৃতি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
প্রায় দুই দশক ধরে ফাতেমা মজুমদার কমিউনিকেটিভ ইংরেজি শেখানোর ক্ষেত্রে কাজ করে আসছেন। তিনি ঢাকার আমেরিকান সেন্টারের ইংরেজি ভাষার ট্রেইনারদের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
কেকে/এজে