অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ‘আলুর দাম নিয়ে কেবিনেটে বহুবার আলোচনা হয়েছে। আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি এবং আশা করি, আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে। আর চাহিদা তৈরির ক্ষেত্রে আমরা চেষ্টা করছি।’
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দুপুর পৌনে একটায় তাকে বহনকারী হেলিকপ্টার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার পর জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
এ সময় বশির উদ্দিন আরও বলেন, ‘সরকার বাজার নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নিয়েছে। কৃষকের ন্যায্য দাম নিশ্চিত ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় টিসিবির মাধ্যমে সীমিত আকারে আলু বিক্রির পাশাপাশি রপ্তানির ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’
‘আলুর বাম্পার ফলন হয়েছে। রপ্তানি করতে পারলে যেমন সংকট দূর হবে, তেমনি কৃষকরাও উপযুক্ত মূল্য পাবেন।’
পরে বশির উদ্দিন বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার মর্তুজাপুরে গিয়ে তার শ্বশুর মরহুম আব্দুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত জিয়ারত ও জুম্মার নামাজ আদায় করেন। পরে আক্কেলপুরের গোপিনাথপুর হিমাগারে মধ্যাহ্নভোজে অংশ নেন।
এ সফরকে তিনি পারিবারিক সফর হিসেবে উল্লেখ করলেও বলেন, ‘সরকার বাজার পর্যবেক্ষণে সব সময় সজাগ রয়েছে এবং আলুর সঠিক মূল্য নিশ্চিত করতে রপ্তানি ও টিসিবির মাধ্যমে বিক্রয় কার্যক্রম চালু করা হবে।’
কেকে/ এমএ