গোদাগাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেহেদী গ্রেফতার
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১১ পিএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মেহেদীকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে গোদাগাড়ী থানার কাকনহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মো. মেহেদী বগুড়া সোনাতলা নিশ্চিন্তপুর গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।
কাকনহাট এলাকায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি ছদ্মবেশে গা ঢাকা দিয়ে আছে- এমন খবরের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেফতার করে।
জানা যায়, মো. মেহেদীর বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল চোরাচালানের অপরাধে দোষী সাব্যস্থ হওয়ায় ম্যাজিস্ট্রেট কর্তৃক তাকে বিশেষ ক্ষমতা আইনে ২ বছরের কারাদন্ড দিয়েছেন।
তাকে বগুড়ার সোনাতলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
কেকে/ এমএ