বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯      শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে      
দেশজুড়ে
রূপসায় রাস্তা সংস্কারের অভাবে লাখো মানুষের ভোগান্তি
আ. রাজ্জাক শেখ, রূপসা (খুলনা)
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:১১ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

রূপসায় একটি রাস্তা সংস্কারের অভাবে লাখো মানুষের ভোগান্তি পড়েছে। দীর্ঘদিনেও সংস্কারের অভাবে রূপসার আইচগাতীর বারপূর্ণের মোড় হতে রাজাপুর ঘাট পর্যন্ত জনচলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহালদশা হয়ে পড়েছে।

শহরতলী এ উপজেলার এই সড়কটি দিয়ে সেনের বাজার ঘাট, রাজাপুর ঘাট,কাছারি ঘাটসহ কয়েকটি খেয়াঘাটে শহরমুখী মানুষের চলাচল। গ্রামীণ জনপদের এ সড়কটি দিয়ে ঘাট পার হলেই মহানগর।
 
অথচ জনগুরুত্বপূর্ণ এই সড়কটির দীর্ঘদিনেও সংস্কারের জন্য কর্তৃপক্ষের কোন খবর নাই। আর যে কারণে রাস্তাটি সংস্কারের দাবিতে এবারে সরব হয়েছেন স্থানীয়রা। এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানালেও রাস্তা সংস্কারে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। স্থানীয়রা  আরো জানায়, এই রাস্তা দিয়ে খুলনা জেলার তেরখাদা উপজেলার গাজীরহাট,কোলা বাজার হয়ে নড়াইলের কালিয়া হয়ে দুটি জেলার মধ্যে সড়ক যোগাযোগের অন্যতম প্রধান সড়ক। অপরদিকে,শোলপুর-চন্দীমহল ঘাট পার হয়ে দিঘলীয়া উপজেলার সঙ্গে যোগাযোগের জন্য এই রাস্তাটি অন্যতম।

দীর্ঘ প্রায় এক দশকের বেশি সময় ধরে রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হওয়ায় প্রায় অর্ধলক্ষাধিক মানুষের দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন আগে  করা রাস্তার মাঝে মাঝে ইট সলিং উঠে গিয়ে খানাখন্দসহ বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে। এতে স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীসহ, চিকিৎসা নিতে আশা-যাওয়া রোগীদের যাতায়াতে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টির ছিটেফোঁটা পড়লেই এই রাস্তা দিয়ে চলাচল করা একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে স্থানীয় কোহিনূর মাদ্রাসার সামনে বৃষ্টি হলেই হাটু সমান পানিতে তলিয়ে যায়।তখন একেবারে চলার অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি।

 আইচগাতীর বাসিন্দা শেখ কবির আহম্মেদ জানান,রাস্তাটির ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের বেশ কয়েকবার জানানো হয়েছে।  তারা রাস্তাটি এসে পরিদর্শনও করেছেন। কিন্তু কয়েক বছর ধরে রাস্তাটি একইভাবে রয়েছে।  দেয়াড়া এলাকার বাসিন্দা হুমায়ুন কবির  জানান, আমার বাবা স্ট্রোকের রোগী। প্রায় সময় চিকিৎসার জন্য শহরে যেতে হয়। রাস্তার এই অবস্থার কারনে খুব বেগ পেতে হয়। 

ভ্যানচালক রাজু জানান,বেহাল রাস্তার কারণে ঝুঁকিসহ ১০ মিনিটের পথ ডাবল সময় নিয়ে যেতে হয়। অপরদিকে, ভ্যানগাড়ির ও খুব ক্ষতি হয়।
কষ্টের উপার্জনের অর্থ দিয়ে প্রতি সপ্তাহে ভ্যান গাড়ি মেরামতের জন্য বিভিন্ন যন্ত্রপাতি পাল্টাতে হয়।

আইচগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ জানান, রাস্তাটি এলজিইডি কর্তৃক নির্মিত। আমি কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি। তবে তার সমাধান এখনো হয়নি। এদিকে, স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন যে  গত ২৪ আগস্ট বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক  আজিজুল বারী হেলালের নিজস্ব অর্থায়নে ও দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে উপজেলার পালেরহাট- আলাইপুর সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করেছে। 

এলাকাবাসী গণমাধ্যমের মাধ্যমে এ রাস্তাটি সংস্কারের জন্য আজিজুল বারী হেলালের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানিয়েছেন। 

খুলনা জেলা বিএনপির সদস্য মল্লিক আব্দুস সালাম বলেন,অবশ্যই জনগণের দাবির এই বার্তা আমার প্রিয় নেতা আগামী সংসদ নির্বাচনে খুলনা ৪ আসনের ধানের শীষের প্রার্থী শেখ আজিজুল বারী হেলালকে পৌছে দিব।

কেকে/এএস
 
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
দ্বিতীয় বারের মতো ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীন-মার্কিন দ্বৈরথ
বয়ান শিল্পাঙ্গনের তৃতীয় নাট্য কর্মশালা ৩০ নভেম্বর থেকে

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
বেনাপোলে বিএনপির উঠান বৈঠক, উন্নয়ন ভাবনা তুলে ধরলেন তৃপ্তি
ধামরাইয়ে সাত অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লাখ জরিমানা
বুধবারের আলোচিত ছয় সংবাদ
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close