বাঞ্ছারামপুর উপজেলা আ. লীগের সভাপতি সিরাজুল আটক
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৭:০০ পিএম

বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। ছবি : প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে (৮৪) আটক করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকাল ৪ টায় রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
আটকের পর সিরাজুল ইসলামকে মিন্টু রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় বলে তার নিকট স্বজনরা নিশ্চিত করেছে। তবে, তাকে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তা জানা যায়নি।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর ২০০৪ সাল থেকে দীর্ঘদিন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বর্তমানেও বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া দুইবার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
কেকে/ এমএস