শেরপুরের নালিতাবাড়ীতে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদ (২৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৪।
সোমবার (২৫ আগস্ট) গ্রেফতারকৃতকে নালিতাবাড়ী থানায় হস্তান্তরের পর শেরপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে রোববার রাতে উপজেলার চারআলী বাজারস্থ চাঁন মিয়া ডেন্টাল কেয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারআলী বাজারস্থ চাঁন মিয়া ডেন্টাল কেয়ারের সামনে অভিযান চালিয়ে আশিক মাহমুদের দেহ তল্লাশি করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।
কেকে/এএস