মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে বর্ণঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয় দিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. আজিজুল হক। পরে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ডাক্তার স্বাগত সাহা, মেডিকেল অফিসার ডাক্তার মুবাসীরা, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, জামালপুর জেলা প্রেস ক্লাব সভাপতি ফজলে এলাহী মাকামসহ আরো অনেকে।
এ সময় বক্তারা মাতৃদুগ্ধের উপকারিতা প্রয়োজনীয়তা ও শিশুর পুষ্টিকল্পে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাতৃদুগ্ধের অগ্রাধিকার ভিত্তিতে শিশুকে প্রদান করার মাধ্যমে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়াসহ মা ও শিশুর মাঝে গভীর আন্তরিকতার সম্পর্ক তৈরি হয় বলে আলোকপাত করা হয়।
কেকে/এএস