নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভেঙে যাওয়া পশ্চিম সনমান্দী ব্রীজ সংস্কার করে দিল জামায়াতে ইসলামী। স্থানীয় সনমান্দী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ ব্রীজটি সংস্কার করা হয়।
সোমবার (২৫আগস্ট) সকালে বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শওকতের সার্বিক তত্বাবধানে পশ্চিম সনমান্দী ব্রীজ সংস্কার ও মেরামত করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীদের চলাচলের সুবিধার্থে উক্ত জনহিতকর কাজের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী মনোনীত (দাঁড়ি পাল্লা মার্কা) নারায়ণগঞ্জ-৩ সংসদীয় আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা মজলিসের সদস্য প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রীজটি সংস্কার না হওয়াতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। বিষয়টি জামায়াত ইসলামের নেতাকর্মীদের নজরে এলে তারা ব্রীজটি সংস্কার করে মানুষের জন্য চলাচলের উপযোগী করে।
স্থানীয়রা জানান, ব্রীজটি দিয়ে স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে ব্রীজটি দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। জামায়াতের উদ্যোগে ব্রীজটি সংস্কার কাজ করায় স্থানীয়দের মাঝে অনেকটা স্বস্তি ফিরেছে।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি ও সোনারগাঁও পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী আসাদুল ইসলাম মোল্লা, সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হারেছ, সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা শাখার প্রধান মাওলানা ফৌরদীস খাঁন, সনমান্দী ইউনিয়ন জমায়েত ইসলামীর সহ-সভাপতি আব্দুল সাত্তার আর্মি, সহকারী সেক্রেটারি আমির হামজাসহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা মজলিসের সদস্য প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, জামায়াত একটি জনকল্যাণমুখী দল। নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে মানুষের কল্যাণে তারা কাজ করে যাচ্ছে। আগামী দিনে জামায়াত দেশের মানুষের সেবা করার সুযোগ পেলে দলটির নেতাকর্মীরা সেবকের দায়িত্ব পালন করবে।
কেকে/এআর