সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      
খোলাকাগজ স্পেশাল
লামার সাঙ্গু রেঞ্জ
শত একর বনাঞ্চল বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে টুলু
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ৯:৫৬ পিএম

একটি নোটারির মাধ্যমে বনের ও খাস একশ একর জমি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে ঈদগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য আবুল কাসেম টুলুর বিরুদ্ধে। বনের জমি অবৈধভাবে দখল করে বিক্রি করার এক যুগ পার হলেও সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে কিছুই জানে না। 

সম্প্রতি এ বিষয় নিয়ে লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। বিষয়টি তদন্ত করে দেখার জন্য তাৎক্ষণিক তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানান এ প্রতিবেদককে। এদিকে বনের জমি বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে ঈদগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কাসেম টুলু মেম্বার। যদিও নোটারি করার সময় একশ একরের মূল্য দেখানো হয়েছে আট লাখ টাকা। তার বিরুদ্ধে বনের ও খাস জমি নোটারি করে এই নোটারিতে একশ একর জমি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এসব জমিতে রাবার বাগান হয়ে গেছে বলে জানা গেছে। 

এ ছাড়া তার নিজের দখলে রয়েছে ঈদগড় ইউনিয়নের ঈদগড় রেঞ্জের কালিমনিয়া নামক এলাকায় রাবার বাগান ও বরই বাগান করা প্রায় ৫০ একরের উপরে। ঈদগড় রেঞ্জের চেনছড়ি আগারঘোনা এলাকার বনের প্রায় ১০ একর জায়গাজুড়ে লিচু বাগান করেছে বলে জানা গেছে।  

লামার সাঙ্গু রেঞ্জ ও কক্সবাজারের উত্তর বনবিভাগের ঈদগড় রেঞ্জে বনের জায়গা দখল করে রাখলেও বনকর্মীদের সঙ্গে রয়েছে তার বেশ সখ্য এমনটাই জানিয়েছেন এলাকাবাসী। এমনকি এসব বিষয় নিয়ে বনবিভাগকে জানালে তা আবুল কাসেম টুলু মেম্বারের কাছে পৌছে যান বলেও খবর রয়েছে।  

জানা গেছে, ২০১২ সালের ২ মে ঈদগড় এলাকার ছৈয়দ আহমদের ছেলে আবুল কাসেম টুলু ঈদগড় ইউনিয়নের সদস্যের ক্ষমতার অপব্যবহার করে তার ওয়ার্ডের পাশে লামা বনবিভাগের অধিনে সাঙ্গু রেঞ্জ থেকে এক নোটারি মূলে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী করলিয়ামুরা এলাকার মৃত অজি মিয়ার ছেলে ওবাইদুর রহমান এবং ওবাইদুর রহমানের ছেলে হামিদুল হক, আজিজুল হক, শাহাব উদ্দিনের নামে রেজি. নং ১০(৫) ১২ নোটারি মূলে একশ একর বনের জমি বিক্রি করে। এটির নোটারিতে কক্সবাজার নোটারি পাবলিক অফিসের অ্যাডভোকেট মো. আব্দুস ছোবাহানের নাম ও স্বাক্ষর রয়েছে এমনটা দেখা মিলে। এ একশ একরের চৌহদ্দি দেওয়া হয় উত্তরে চলাচলের সড়ক, দক্ষিণে নুরুল আজিম পূর্বে আবুল কাসেমের আরো জমি পশ্চিমে মৌলভী জয়নালের জমি ও ঝিরি। 

এ বিষয়ে আবুল কাসেম টুলুর কাছে জানতে চাইলে আমি এতটুকু জমি বিক্রি করিনি। অন্যদিকে যেসব আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা।

এদিকে ১নং খাস খতিয়ানের জমি থেকে শান্তি চুক্তির পর (১৯৯৭ সালে)  বনবিভাগ লামাকে ২৪০০ একর জমি ৪ ধারা ও ৬ ধারায় প্রজ্ঞাপন জারি করে বলে জানা যায়। কিন্তু আজ পর্যন্ত ২০ ধারা না হওয়ার কারণে এখনো বনের জায়গা নয় বলে জানান বনবিভাগের এক কর্মকর্তা। কারণ এখনো এ বিষয়ে আদালত কোনো রায় প্রদান করেননি। যার কারণে জায়গা রক্ষা করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে বনকর্মীদের। যার কারণ হিসাবে ২০ ধারা না হওয়ার কারণে এবং আদালতর রায় না আসায় এখনো তা কোনো ধরনের সিদ্ধান্তে আসতে পারছে না। বনের জমি এভাবে বিক্রি করে দখল বুঝিয়ে দিলেও বিগত দিনে সাঙ্গু রেঞ্জে দায়িত্বরত থাকা কোন কর্মকর্তা কথা তুলেননি। এমনকি এ বিষয় নিয়ে কোনো আইনি ব্যবস্থাও গ্রহণ না করায় স্থানীয় সাধারণ জনগণ বনে তাদের গবাদিপশু নিয়ে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন। 

বর্তমান সাঙ্গু রেঞ্জ কর্মকর্তা নুর হোসেন চৌধুরী জানান, আমি বেশি দিন হয়নি এ রেঞ্জে এসেছি আপনার মাধ্যমে জানতে পারলাম বনের জমি নোটারি করে বিক্রি করা হয়েছে। আমি আমার অফিসকে জানিয়েছি বিষয়টি। 

লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি জানার পর তদন্ত টিম গঠন করা হয়েছে। বৃষ্টি কমলেই তদন্ত শুরু হবে। 

নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান ইতু জানান, এ বিষয়ে কোনো খবর আমরা এখনো পাইনি। যদি সঠিক তথ্য পাই, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  শত একর বনাঞ্চল   কোটি টাকা   টুলু  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আটঘরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
লামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
মানবিক পদক্ষেপে প্রশংসায় ভাসছেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস
অসুস্থ নাতনিকে দেখতে এসে লাশ হলেন নানা-নানি

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক
অসুস্থ নাতনিকে দেখতে এসে লাশ হলেন নানা-নানি
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close