পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় ওবায়দুর রহমান নামে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার দুপুরে একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
ওবায়দুর রহমান হিদাসকোল গাংপাড়া গ্রামের ফকির মাহমুদ মোল্লার ছেলে।
এলাকাবাসী জানান, ওবায়দুর রাস্তা পার হওয়ার সময় করিমনের ধাক্কায় তার মাথায় প্রচন্ড আঘাত লেগে রক্তক্ষরণ হয়। স্থানীয়রা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিকেলে তিনি মারা যান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আটঘরিয়া থানা পুলিশ।
কেকে/ আরআই