‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র ব্যবস্থাপক অলিকুল, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল সালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল করিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপজেলা লিডার মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যে কোনো দুর্যোগে যথাযথ পূর্বাভাস, প্রস্তুতি এবং ঝুঁকি হ্রাসের মাধ্যমে জনগণের জানমালের ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
তারা আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে, যার ফলে প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ছে। দুর্যোগ প্রশমনে প্রস্তুতি ও আগাম সতর্কতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক মহড়া অনুষ্ঠিত হয়।
কেকে/ আরআই