নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের ‘ডোর টু ডোর’ প্রকল্পের সেরা পারফর্মারদের পুরস্কার বিতরণ করা হয়েছে। একইসঙ্গে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে এবং এর তালিকা প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি নীলফামারী জেলা শহরের নীলসাগর গ্রুপের পরিবহণ গ্রুপে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম।
ডোর টু ডোর প্রকল্পের ইনচার্জ আওরঙ্গজেব সুজনের সভাপতিত্বে নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিনের প্রতিনিধি মাসুম শাহরীয়ার, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাবেক সভাপতি তাহমিন হক ববি বক্তব্য দেন।
চীফ মনিটরিং অফিসার রবিউল ইসলাম লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলসাগর গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা অমিত চাকি।
প্রকল্পের আওতায় বেস্ট পারফরমার, বেস্ট টীম লিডার, বেস্ট সেলার, বেস্ট ডেলিভারি সেলস রিপ্রেজেনটেটিভসহ বিভিন্ন ক্ষেত্রের ১৮জনকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে নীলসাগর কনজ্যুমারের ঈদ ধামাক অফারের ক্রেতাদের নিয়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রতে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
ডোর টু ডোর প্রকল্পের চীফ মনিটরিং অফিসার রবিউল ইসলাম লিটন জানান, পাঁচশ জন ক্রেতাকে দেয়া হয় র্যাফেল ড্রয়ের পুরস্কার। মোটর সাইকেল ফ্রিজ ছাড়াও গাভী, মোবাইল ও বাহারী পুরস্কার ছিল।
কেকে/এজে