মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে অমিত দত্ত (১৭) নামে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে সদর সার্কেল অফিসের সম্মুখে এ ঘটনা ঘটে।
অমিত পাল শহরের পুরাতন হাসপাতাল সড়কের অসিত দত্তের ছেলে। তার গ্রামের বাড়ি সদর উপজেলার আমতৈল গ্রামে। নিহত অমিত দত্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো.মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
কেকে/এআর