আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আয়োজিত চতুর্থ নূর মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এ টানা জয় পেয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কেরানীগঞ্জ ফুটবল একাডেমি।
শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত খেলায় কেরানীগঞ্জ ফুটবল একাডেমি ঢাকা, নারায়ণগঞ্জের শক্তিশালী রেইনবো এথলেটিক্স ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে শেষ চারে ওঠে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন একাডেমির সাইফুল ইসলাম বাবু। রেইনবো এথলেটিক্স ক্লাব থেকেই উঠে এসেছিলেন জাতীয় দলের অধিনায়ক তপু বর্মন এবং রিদয় মিয়া।
এর আগে গত ১৭ আগস্ট উদ্বোধনী খেলায় কেরানীগঞ্জ ফুটবল একাডেমি আরামবাগ ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল।
টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সরাসরি সেমিফাইনালে উঠবে।
কেরানীগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান কোচ এবং বাফুফে একাডেমির কোচ মোহাম্মদ ওয়ালী মামুন জানান, কেরানীগঞ্জের উদীয়মান খেলোয়াড়দের মানোন্নয়নের লক্ষ্যেই এ টুর্নামেন্টে অংশ নিয়েছে দলটি। তিনি বলেন, খেলোয়াড়দের পারফরম্যান্স আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। আশা করি তারা বাকি খেলাগুলোতেও ভালো করবে এবং কেরানীগঞ্জের জন্য সুনাম কুড়িয়ে আনবে।
কেকে/এআর