কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দিন রতনের সভাপতিত্বে ও সদস্যসচিব আকিল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহশ্রমবিষয়ক সম্পাদক সালাউদ্দিন কাদের। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ভিপি অহিদুজ্জাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তালেব ও আল আমিন চৌধুরী (মেঘনা উপজেলা টিম লিডার)।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুদ্দিন মিন্টু, জালাল আহমেদ, সাফিজুল ইসলাম, আনোয়ার হোসেন, রহিম মেম্বার, হাসান মোল্লা, সজিব ভুইয়া, রেজাউল করিমসহ হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দও এতে যোগ দেন।
কেকে/এএস