ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক ও সদস্য সচিব আওলাদ মোল্লার নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।
বিকাল তিনটায় পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদ ও সালাউদ্দিন আহমেদ বাসুর নেতৃত্বে আরেকটি বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। উভয় মিছিল দুটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে সমাবেশে রূপ নেয়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মর্তুজা বিন আপেল বলেন, আসুন আমরা সকল বিভেদ ভুলে গিয়ে সামনে নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দলের প্রার্থীকে জয় যুক্ত করতে পারি আপনারা সেই দিকে সবাই খেয়াল রাখবেন। সবাই জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন। ধানের শীষে ভোট দিলে বাংলাদেশের জনগণের উন্নয়ন হবে।
বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশে বক্তারা বলেন, বাঞ্ছারামপুর উপজেলার ১৩ টি ইউনিয়নেই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সুসংগঠিত। লড়াই সংগ্রামে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের সবার আগে সব সময় ঐক্যবদ্ধ থেকে অগ্রণী ভূমিকা পালন করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করাই আমাদের মূল লক্ষ্যই বলে মন্তব্য করেন বক্তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, বাঞ্ছারামপুর পৌর বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান জালু, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দল সদস্য সচিব জামাল, বাঞ্ছারামপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোমেন, বাঞ্ছারামপুর পৌর জাসাস আহ্বায়ক আবু কালাম, বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য রাসেল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হায়দার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার, যুবদল নেতা গিয়াস উদ্দিন, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
কেকে/ এমএস