অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে নানা আয়োজনের মধ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদের হল রোমে আলোচনা সভা ও সেরা ৩ মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সপ্তাহব্যাপী ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদা আক্তার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা । বিশেষ অতিথি ছিলেন মডেল থানার অফিসার্স ইনচার্জ হাসান জামিল খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ইভা রহমান, সমাজসেবা অফিসার জামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, স্কুলের শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা।
কেকে/ এমএস