গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পার সোনাইডাঙ্গা নামক এলাকায় সাঘাটা সেনাক্যাম্পের যৌথ অভিযান চলাকালে ড্রেজার মালিকসহ ৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে সাঘাটা সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রাকিব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পরে আটককৃত ড্রেজার মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদ পেয়ে সাঘাটা সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রাকিব উদ্দিনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলার পার সোনাইডাঙ্গা নামক এলাকায় কাটাখালি ও বাঙ্গালী নদীতে অবৈধ ড্রেজার মেশিন চালু অবস্থায় দেখে। সেখান থেকে ড্রেজার মেশিন মালিক রোস্তম আলী, শ্রমিক সোনা মিয়া ও শাকিলকে হাতে নাতে আটক করেন। পরে গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইয়াসা রহমান তপাদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে ড্রেজার মালিক রোস্তম আলীকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের জেল শুনানী দেওয়া হয়। এছাড়া ২ শ্রমিকের একজনের ওই রকম বালু উত্তোলনের মামলার ওয়ারেন্ট থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়নি। অপর শ্রমিক সোনা মিয়াকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
কেকে/ এমএস