‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সদর উপজেলা পরিষদসংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সরোজ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম প্রমুখ।
কেকে/ এমএস