চট্টগ্রামের রাউজানে একটি দেশীয় তৈরি এলজি ও ধারালো ছোরাসহ সালাউদ্দিন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার পাহাড়তলী ইউপির গৌরিশংকর হাটে নারায়ণের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উনসত্তরপাড়া গ্রামের প্রয়াত আনোয়ার মিয়ার ছেলে। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি বিশেষ কায়দায় প্রস্তুতকৃত একটি ধারালো লম্বা ছোড়া উদ্ধার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর নির্দেশনায় অভিযান চালিয়ে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সালাউদ্দিন প্রাথমিকভাবে জানান যে তিনি অস্ত্র প্রদর্শন করে পাহাড়তলী এলাকায় ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধ সংঘটন করে আসছিলেন। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কেকে/এএস