শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
প্রিয় ক্যাম্পাস
জাবিতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি
জাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ৯:৪০ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপনের মিলাদ মাহফিল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল মেটাতে ক্যাম্পাসে এসেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। তবে এসময় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে। 

রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা ক্যাম্পাসে আসেন। দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় নেতারা ও শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর, সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকসহ ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অবস্থান করছিলেন। অন্য নেতাকর্মীরা ক্যাফেটেরিয়ায় ছিলেন।

এর কিছুক্ষণ পরই ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীর একটি দল বাইকে মহড়া দিয়ে ক্যাফেটেরিয়ার নিচে আসেন। আহ্বায়ক ও সদস্যসচিব বহিরাগতদের ক্যাম্পাসে এনেছেন—এমন স্লোগান দিলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বহিরাগত কয়েকজনকে ধাওয়া দেন। এরপর তারা ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তখন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের অনুসারীরা গেট আটকে বাধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এক পর্যায়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে দুই পক্ষকে থামানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। তবে এসময় তারা আহ্বায়ক ও সদস্য সচিবসহ সুপার ফাইভের সাথে আলোচনায় বসতে আপত্তি জানান। ফলশ্রুতিতে শাখা ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা ও তাদের অনুসারীরা ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জ থেকে বের হয়ে নিচের তলায় অবস্থান নেন।

শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, ৮ আগস্ট শাখা ছাত্রদলের বর্ধিত কমিটি ও ১৭টি হলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে ছাত্রলীগ, ছাত্রশিবির, বহিষ্কৃত ও ছিনতাইকারীরা স্থান পেয়েছে। এর প্রতিবাদে সেদিন রাত থেকেই তারা বিক্ষোভ করে আসছেন। এছাড়া বিতর্কিতদের পদায়নের পর থেকে শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্যসচিবসহ শীর্ষ পাঁচ নেতা ক্যাম্পাসে আসেননি বলে দাবি করেন তারা।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন, ‘যারা বিশৃঙ্খলা করেছেন, তাদের মধ্যে আমাদের সংগঠনের বহিষ্কৃত কিছু নেতাকর্মী রয়েছেন। এর পাশাপাশি একটি স্বার্থন্বেষী গোষ্ঠী এটার সঙ্গে জড়িত। একটি কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে কিছু অসঙ্গতি থাকলেও থাকতে পারে। সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। কিন্তু এটার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী বিশৃঙ্খলার চেষ্টা করছে।’

ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের বিষয়ে জহিরউদ্দিন বলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে এলে সেখানে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাদের সঙ্গে দেখা করতে আসতেই পারেন।

এ বিষয়ে জাবি কমিটির যুগ্ম আহ্বায়ক জোবায়ের আহমেদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুকে কেন্দ্র করে হল কমিটি দেওয়া হয়। কিন্তু বাবরের নেতৃত্বে সুপার ফাইভ কমিটিতে ছাত্রলীগসহ স্বজনপ্রীতির মাধ্যমে ত্যাগীদের বাদ দিয়ে হল কমিটি দেয়। এতে করে দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ত্যাগী কর্মীরা মূল্যায়িত হয়নি। সেই হিসেবে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করি বিষয়টি সুরাহা করতে। তারই অংশ হিসেবে কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির আসে। কিন্তু তার সাথে সুপার ফাইভ ক্যাম্পাসে প্রবেশ করায় উত্তেজনার সৃষ্টি হয়। 

আরেক যুগ্ম আহ্বায়ক আহমদুল্লাহ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগী কর্মীদের বর্ধিত কমিটি ও হল কমিটিতে জায়গা না দিয়ে তারা নিজেদের প্রভাব বিস্তারের লক্ষ্যে ছাত্রলীগসহ অন্যান্যদের জায়গা দিয়েছে। তারই প্রতিবাদে ত্যাগীরা কেন্দ্রীয় সেক্রেটারির কাছে তাদের মূল্যায়ন চান। ফলে দুগ্রুপের উত্তেজনা বাড়তে থাকে। আমরা কেন্দ্রীয় সেক্রেটারির সাথে আলোচনা করে এই বিষয়টির সুরাহা করতে চাই। আমরা চাই ত্যাগীদের মূল্যায়ন করা হোক।

ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন নাসির বলেন, একটি বড় দলে চাইলেই চার-পাঁচ জনকে সভাপতি বা সেক্রেটারি করা যায় না। কমিটিতে অনেকরই আশা আকাঙ্ক্ষা থাকতে পারে। সেই হিসেবে কারও মনে কষ্ট থাকতে পারে। আমরা আলোচনা করে বিষয়টি সমাধান করব।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ছাত্রদলের অভ্যন্তরীণ বিষয়ে দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয়েছিল। প্রক্টরিয়াল টিম সেটা নিবৃত্ত করতে সক্ষম হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবাইকে শান্ত পরিবেশ বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে।

কেকে/এজে 
আরও সংবাদ   বিষয়:  জাবি   ছাত্রদল   দুই পক্ষের হাতাহাতি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close