জয়পুরহাটের আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছে।
রোববার (১৭ আগস্ট) বিকাল আনুমানিক চারটার দিকে পৌর সদরের মানিকপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
আত্মহননকারী শাম্মী আক্তার ওই গ্রামের শামছুল ইসলামের মেয়ে।
জানা যায়, দেড় বছর আগে শাম্মী আক্তার সোনামুখী গ্রামের মাসুদ রানার সাথে পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করে। বিয়ের পর থেকেই স্বামীর সাথে মেয়েটির বিভিন্ন বিষয়ে কলহ লেগেই থাকতো। আজও স্বামীর সাথে গণ্ডোগোল হলে বাবার বাড়িতে চলে আসে। এনিয়ে বিকালে তার মায়ের সাথে কথা কাটাকাটি হলে রাগে ও অভিমানে সবার অজান্তে শয়ন ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘরে দরজা ভেঙ্গে মেয়েটিকে উদ্ধার করে দ্রুত তাকে করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/ এমএস