নারায়ণগঞ্জে আনন্দঘন পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে নগরীতে পায়রা ও বেলুন উড়িয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব আবু আল ইউসুফ খাঁন টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, শিল্পপতি প্রবীর সাহা প্রমুখ।
সকালে বিভিন্ন মন্দির থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে মূল শোভাযাত্রায় যোগ দেয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এ উপলক্ষে দেওভোগের শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ আখড়াসহ বিভিন্ন মন্দিরে দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় পবিত্র গীতা পাঠ, প্রার্থনা সভা, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়ে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিনব্যাপী জন্মাষ্টমী পালিত হচ্ছে। এ অনুষ্ঠানে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও ইসকন ও অন্যান্য মন্দিরে দিনব্যাপী দর্শন আরতি, গুরু পূজা, শ্রীমদ্ভাগবত পাঠ, তুলসী আরতি, গৌর আরতি এবং লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহাঅভিষেক অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বলেন, উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মন্দির ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কেকে/ এমএস