দিনাজপুরের খানসামায় বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা শরীফ উদ্দিন সরকারকে মারধরের মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে পাকেরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পাকেরহাট জিয়া মাঠ এলাকার বাসিন্দা।
গত ১৮ জুলাই ফজরের নামাজে যাওয়ার পথে হামলার শিকার হন শরীফ উদ্দিন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে ৩ আগস্ট বাড়ি ফেরেন এবং ৬ আগস্ট মারা যান। পরিবারের আপত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।
এ ঘটনায় তার ছেলে ইশতিয়াক আহমেদ শুভ বাদী হয়ে কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
খানসামা থানার ওসি নজমূল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাকিনুরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, খানসামা উপজেলা বিএনপি বর্তমানে দুই ভাগে বিভক্ত। একপক্ষ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারী, অন্যপক্ষ সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী।
গত ১১ জুলাই থেকে কয়েক দফায় এই দুই গ্রুপের মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে মিয়া গ্রুপের নেতা-কর্মীরা দাবি করছেন, কর্নেল গ্রুপের অনুসারীদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শরীফ উদ্দিনের মৃত্যু হয়েছে। অপর পক্ষ কর্নেল গ্রুপ এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, এ ঘটনার সঙ্গে তাদের কেউ সম্পৃক্ত না।
কেকে/এআর