বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য অসাধারণ ও অবিস্মরণীয় নাম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার সোনারগাঁ উপজেলা তাঁতীদলের আয়োজনে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মেঘনা নদীতে পোনা মাছ অবমুক্ত ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন,বাংলাদেশের সব সংকটে তিনি জাতিকে সংগঠিত করেছেন। জাতির চেতনাকে শানিত করবেন। জাতিকে পরিচালিত করছেন, নেতৃত্ব দিয়েছেন। তিনি গণতন্ত্রের অনির্বাণ শিখা জাতিয় ঐক্য ও সংহতির প্রতীক তিনি দেশনেত্রী গণতন্ত্রের মা চির আপসহীন। আপসহীন সংগ্রামের প্রতিচ্ছবি।
সোনারগাঁ পৌরসভা তাঁতীদলের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভা তাঁতীদল নেতা শাহীন মিয়া,মিলন পাঠান,শাহানাজ, বৈদ্যারবাজার ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল মিয়া,ছাত্রদল নেতা মাসুদ রানা, আমিনুল, সৈয়দ কবির প্রমুখ।
কেকে/এএস