কিশোরগঞ্জ-১ আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী, দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘পুলিশ ভয়ংকর অপরাধীদের আটক করলেও বিচারকরা জামিন দিয়ে দিচ্ছেন। এতে অপরাধীরা পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে।’
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে এবং বিকালে সদর উপজেলার মাইজখাপন ও মহিনন্দ ইউনিয়নের বাজারে গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন।
আবু হানিফ বলেন, ‘অনেক অপরাধীর বিরুদ্ধে ১৫-২০টি মামলা থাকা সত্ত্বেও তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তি পেয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের পরিচয়ধারী আইনজীবীরাও এ ক্ষেত্রে ভূমিকা রাখছেন। অপরাধীদের আটক করার পাশাপাশি বিচার নিশ্চিত না হলে কার্যকরভাবে অপরাধ দমন সম্ভব নয়।’
তিনি আরও জানান, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতির সমীকরণ বদলে গেছে। আগের মতো কেন্দ্র দখল বা টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ। জনগণ যোগ্য নেতৃত্বকেই বেছে নেবে।’
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল, জেলা সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান, প্রচার সম্পাদক মোমিন উদ্দিন জনি, গণনেতা নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদ জেলা সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, যুব অধিকার পরিষদ জেলা সভাপতি সোহাগ মিয়া ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজানসহ আরও অনেকে।
কেকে/এজে