বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যালাইন্স (ফারিয়া) এর নবনির্বাচিত নোয়াখালীর চাটখিলে দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২৭ কমিটির অভিষেক অনুষ্ঠান ও নির্বাচন পরিচালনা কমিটি এবং ফার্মা সেক্টরের সম্মানিত ব্যক্তিদেরকে সম্মাননা দেওয়া হয়।
বুধবার (১৩ আগস্ট) ডা. নোমান হাসপাতালে এ অনুষ্ঠান হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন ও অপূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ফারিয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিনিয়র ভাইস চেয়ারম্যান নজির আহমেদ হারুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ চিকিৎসক নোয়াখালী জেলা বিএমএ সভাপতি ডা. এম এ নোমান। প্রধান আলোচক চাটখিল ম্যানেজার্স ফোরামের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বৃন্দ এবং চাটখিল ম্যানেজারস ফোরামের সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইমাম হোসেন রিপন, মো. আহসান উল্লাহ, শরিফুল হক চৌধুরী সৈকত, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, জুয়েল শর্মা, নজরুল ইসলাম রনি, ইসমাইল হোসেন, মো. মাহফুজুর রহমান প্রমুখ।
বক্তারা ফার্মা সেক্টরের সুন্দর পরিবেশ গড়ে তুলতে এবং সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ হয়ে সরকার নিবন্ধিত সংগঠন ফারিয়া দিকনির্দেশনা মেনে কাজ করার আহ্বান করেন।
উক্ত অভিষেক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।
কেকে/এআর