বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ময়মনসিংহ উত্তর জেলার আহ্বায়ক ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বলেছেন,'এক সময় কিন্তু আমরা স্লোগান দিতাম, এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
স্লোগান দিতে দিতে এক্কেরে আইলো একাত্তর। একাত্তোরে সবাই দেশটা স্বাধীন করলাম। এরপরেও স্লোগান আইলো কী-এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। তখন আল্লাহর তরফ থেকে গজব আইলো-‘এক নেতার ১ দেশ, এক রাইতেই গোষ্ঠী শেষ।’ আল্লাহ সব কিছুই পারে।
বুধবার (১৩ আগস্ট) বেলা ৩টায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামে আয়োজিত নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর কৃষকদলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই যে হাসিনা-এতো অত্যাচার, এতো নির্যাতন, এতো জুলুম করে কি আমাদের তলাইতে পারছে? বিএনপির একটি লোক এবং একটি কর্মীও আওয়ামী লীগে যোগদান করে নাই। আপনাদের লক্ষ রাখতে হবে সেই হায়েনার দল আপনাদের পিছনে কিন্তু আবার লেগে পড়েছে দলে যোগদান করার জন্য। আল্লাহর কসম কৃষকদলে যদি কোনো আওয়ামী লীগ যোগদান করে সেই কমিটি সঙ্গে সঙ্গেই বিলুপ্ত করা হবে। অন্যদলেরটা জানি না কৃষকদলে কোনো আওয়ামী লীগের দোসরকে জায়গা দেওয়া হবে না, এটা আমার ওয়াদা।
নবগঠিত কমিটির উপজেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মো.রফিক উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মোজাম্মেল হক, পৌর কৃষকদলের আহ্বায়ক মো. ওয়াসিম উদ্দিন, সদস্য সচিব ইব্রাহিম খাঁনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভুইয়া হিরা, এ.কে.এম হারুন অর-রশীদ, রুহুল আমিন মাস্টার, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু, হোসেন মোহাম্মদ মণ্ডল, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরিফ আবেদীন জায়েদী, আমিনুল ইসলাম খান মনি, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল। এছাড়াও বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আলতাব হোসেন আকন্দ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান তালুকদার,
পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, হায়দার আলী, মেহেদী হাসান রুবেল,
সালাহউদ্দিন খুররম, আবুল কাশেম শেক্সপিয়ার, মো. নূর নবী, তারেক আজিজ, হযরত আলী, মনিরুল ইসলাম জুয়েল। এসময় উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ আগস্ট ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়। ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক খলিলুর রহমান তালুকদারের স্বাক্ষরিত চিঠিতে ৭৮ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি এবং ৩৭ সদস্যের পৌর কমিটি অনুমোদনের কথা জানানো হয়। উপজেলা কমিটিতে অ্যাডভোকেট মো.রফিক উদ্দিনকে আহ্বায়ক এবং মো. মোজাম্মেল হককে সদস্য সচিব ঘোষণা করা হয়। অপরদিকে পৌর কমিটিতে ওয়াসিম উদ্দিনকে আহ্বায়ক ইব্রাহিম খাঁনকে সদস্য সচিব পদে অনুমোদন করা হয়।
কেকে/এএস