বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের মকিমাবাদ বাজারে স্কুল শিক্ষিকার কোচিং সেন্টারে স্থানীয় বিএনপি নেতা জাকির ডাকুয়ার বিরুদ্ধে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এসময় হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত শিক্ষিকা নিলীমা আক্তারকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের বিএনপি নেতা জাকির হোসেন ডাকুয়া স্থানীয় শেরে বাংলা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় (বোর্ড স্কুলের) সহকারী শিক্ষিকা নিলীমা আক্তারের পরিচালিত মকিমাবাদ বাজারে কোচিং সেন্টারে বেশ কিছু দিন যাবৎ চাঁদা দাবি করে আসছিলেন।
স্কুল শিক্ষিকা নিলীমা আক্তার চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তার ওপর ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার বিকাল ৪ টার দিকে জাকির ডাকুয়ার নেতৃত্বে তার আপন ভাই সাহেব ডাকুয়া, দেলোয়ার ডাকুয়া, আমির আলি ডাকুয়া ও জাকির ডাকুয়ার ভাইয়ের ছেলেরা আনুমানিক ২০ জন মকিমাবাদ বাজারে স্কুল শিক্ষিকা নিলীমা আক্তারের কোচিং সেন্টারে ঢুকে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে।
“এসময় হামলার স্বীকার হন কোচিং সেন্টারের শিক্ষিকা নিলীমা আক্তারসহ শিক্ষক ফয়সাল ফকির, মুছাইব শিকদার ও কোচিংয়ে অবস্থানরত ১০ জন শিক্ষার্থী। হামলাকারীরা কোচিং সেন্টারের বেঞ্চ, চেয়ার, ফ্যান, কম্পিউটার ভাংচুর করে ও কোচিং সেন্টারের অফিসিয়াল ক্যাশ লুট করে টাকা নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় সাধারণ জনগনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।”
এদিকে স্কুল শিক্ষিকার ওপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শেরে বাংলা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় (বোর্ড স্কুলের) সামনে বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল-গোমা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে এসিল্যান্ড ও বাকেরগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
বাকেরগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এজে