ঢাকার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক থাকা হত্যার মামলার আসামি রিপন (২৯) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে রিপনকে গ্রেফতার করা হয়। তার বাড়ি মৌলভীবাজার জেলার রামেশপুর থানার কমলগঞ্জ এলাকায়।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েকজন কারাবন্দি ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা চালায়। তারা ভবন ভাঙচুর, দাঙ্গা ও অগ্নিসংযোগ করে কারাগার থেকে বের হওয়ার পর ১টা থেকে ২ ঘণ্টার মধ্যে বাউন্ডারির ওপর দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। র্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার এবং সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযান পরিচালনা করে ১২ আগস্ট রাত ৯টার দিকে ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে রিপনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বাহ্মণবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কেকে/এএস