জনগণের ঘাড়ে চেপে বসা ফ্যাসিবাদের দোসররা যখন ভয়ে কাঁটাতারের বাহিরে চলে গেছে, তখন নতুন করে কেউ যদি কণ্ঠরোধ করতে চায় তাদেরও একই অবস্থা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ মন্তব্য ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি ধামরাই উপজেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, যারা ১৭ বছরে তাদের দলের প্রধান নেতার বাড়ির সামনে থেকে বালির ট্রাক সরানোর ক্ষমতা ছিল না, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আন্দোলনের সংঘটিত হয়ে নতুন করে বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে তারাই আজকে নাহিদ ইসলামকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করে।
মুকুল বলেন, এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতা যে হয়রানিমূলক মামলা করেছে অনতিবিলম্বে তা প্রত্যাহার করতে হবে । তা নাহলে বাংলাদেশের প্রতিটি কোনা থেকে আন্দোলন শুরু করবে এনসিপি নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল, ধামরাই উপজেলার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়কারী খোদেজা খানম, যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল হোসেন ও উপজেলা কমিটির সদস্য অধ্যাপক সামিউর রহমান প্রমুখ।
কেকে/এএস