মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলওয়ে স্টেশনের দুইপাশে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ দোকানপাট ও বসতবাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে ও প্রশাসন।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলার সাতগাঁও ইউনিয়নের সাতগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ। অভিযানে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনী, রেলওয়ে, জেলা পুলিশ, জিআরপি এবং প্রশাসনের কর্মকর্তারা।
সরেজমিন গিয়ে দেখা যায়, বুলডোজার দিয়ে আমরাইলছড়া রোড, সিন্দুরখান রোড, রেলওয়ে কলোনি ও সাতগাঁও বাজারের স্থাপনা ধ্বংস করা হয়। এমনকি একটি বিলাসবহুল বাসাও রেহাই পায়নি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চার ঘণ্টার অভিযানে প্রায় পাঁচ একর জমি উদ্ধার হয়েছে।
কেকে/এএস