মোংলায় জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান কর্মসূচীর সেবা মূল্যায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা কৃষক মিলনায়তনে এ সভার আয়োজন করে মৎস্য অধিদপ্তর ওসিএসও নেটওয়ার্ক মোংলা, সহযোগিতায় ছিল ইভলভ প্রকল্প ও সিএনআরএস।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. ছালেজার রহমান, মেরিন ফিসারিজ অফিসার শংকর কুমার বিশ্বাস, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সুজন কুমার মন্ডল, সার্ভিস প্রোপাইটার এবং চন্দ্রিকা মন্ডল, সার্ভিস প্রোপাইটার।
এসময় বক্তারা বলেন, জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের মাধ্যমে মাছ ধরার পেশায় নিয়োজিত জেলেদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। এতে সরকারি সহায়তা, সামাজিক সুরক্ষা এবং ন্যায্য বাজারমূল্যে পণ্যের বিপণন সহজ হবে।
অনুষ্ঠানে উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, জেলে প্রতিনিধি ও সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। মতবিনিময়ের মাধ্যমে মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে ভবিষ্যতে কার্যক্রম আরো গতিশীল করার ওপর জোর দেওয়া হয়।
কেকে/ এমএস