মাধবপুর উপজেলা উলামা পরিষদ কমিটির আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) ২ ঘটিকার সময় মাধবপুর কুটুমবাড়ি মিলনায়তনে তিন বছরের জন্য গঠিত নতুন কমিটির আনুষ্ঠানিক শপথ সম্পন্ন হয়েছে।
আনুষ্ঠানিক শপথবাক্য পাঠ করান দেশের বর্ষীয়ান আলেমেদ্বীন মনতলা চৌমুনী মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্বাস আলী খান।
সংগঠনের সভাপতির দায়িত্ব পেয়েছেন মাওলানা শাহ গিয়াস উদ্দিন এবং সেক্রেটারীর দায়িত্ব পেয়েছেন মাওলানা ওয়াজেদ আলী।
এছাড়াও বিভিন্ন দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান মাওলানা শাহ গিয়াস উদ্দিন।
নিচে কমিটির একটি তালিকা পেশ করা হলো-
সিনিয়র সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ক্বারি নুরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি মারগুবুর রহমান, সিনিয়র সহ সাংগঠনিক মাওলানা মোরশেদুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইফতেশামুল হক, দপ্তর সম্পাদক মাওলানা ইসমাইল আহমদ, সাহিত্য সম্পাদক মাওলানা হাসান জুনায়েদ, প্রকাশনা সম্পাদক মুফতি জুবায়ের আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ আশরাফী, মিডিয়া সম্পাদক মাওলানা মাসউদুল কাদির, শিক্ষা সম্পাদক হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, মাদ্রাসা বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুস সাত্তার, মসজিদ বিষয়ক সম্পাদক মুফতি আবু হানিফ, প্রচার সম্পাদক ক্বারী মোহাম্মদ সালাউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক, মাওলানা সালাহউদ্দিন খড়কী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মাওলানা মোতাহার হোসাইন, প্রবাস সমন্বয়ক (ইউরোপ) মাওলানা আল আমিন, প্রবাস সমন্বয়ক (মধ্যপ্রাচ্য) মাওলানা মাহমুদুর রহমান।
মাধবপুর উলামা পরিষদের সদ্য গঠিত কমিটির সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দিন মাধবপুরের সর্বস্তরের আলেমদের সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা চেয়েছেন।
সদ্য গঠিত কমিটির সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী বলেছেন, শিগগিরই আমরা পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বৈঠকে বসবো এবং তিন বছরের কাজের একটি মাইলফলক তৈরি করব ইনশাআল্লাহ।
মাধবপুর উপজেলার দীনদরদি মানুষের সেবায় কাজ করবার জন্য সবাইকে একলাসের সাথে সাথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান শব্দ গঠিত কমিটির সেক্রেটারি।
কেকে/ এমএস