২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত সকল নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করলো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে আগত নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎসহ গোবিপ্রবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার বিষয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, শিক্ষার্থী-বান্ধব কাজগুলো দ্বারা এগিয়ে যাবে ছাত্রদল। ক্যাম্পাস বিনির্মাণে যা যা দরকার, তা সম্পূর্ণ করবো। ইতোমধ্যেই ছাত্রদলের কার্যক্রম চলমান। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নয় দফা বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবো ইনশাল্লাহ।
কেকে/ এমএস