গত ২১ জুলাই দৈনিক খোলা কাগজে ‘জাসাস নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর জাসাস শ্রীমঙ্গল পৌর শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. জাহেদ আলীকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার (জাসাস) মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মো. শামছুল ইসলাম রাসেল বলেন, জাহেদ আলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সংবাদ প্রকাশের পর আমরা তাকে শোকজ করেছিলাম। কিন্তু শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক তামিম আহমদকে শ্রীমঙ্গল পৌর জাসাস এর ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।
মৌলভীবাজার জেলা জাসাস এর যুগ্ম-আহ্বায়ক (দফতরের দায়িত্বে) মাকসুদ আশরাফ রুহেল স্বাক্ষরিত চিঠিতে (সুত্র ০০১২৫/২৫) উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত এবং চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগে উত্থাপন হওয়ায় বিষয়টি জেলা জাসাস অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে। এলাকার জনসাধারণ ও ভূক্তভোগীর জিজ্ঞাসাবাদে এবং বিভিন্ন পেপার পত্রিকা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজার জেলা জাসাস এর আহ্বায়ক মো. শামছুল ইসলাম রাসেল ও সদস্য সচিব জসীম উদ্দিন এর নির্দেশক্রমে আপনাকে (জাহিদ আলী) জাসাস শ্রীমঙ্গল পৌর শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক তামিম আহমদ শ্রীমঙ্গল পৌর জাসাস এর ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। স্বাক্ষরিত তারিখ (১০ আগস্ট) থেকে এই আদেশ কার্যকর হবে। সদয় জ্ঞাতার্থে চিঠির অনুলিপি আহ্বায়ক/সদস্যসচিব জাসাস, কেন্দ্রীয় কমিটি, আহ্বায়ক/সদস্যসচিব শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, আহ্বায়ক/সদস্যসচিব শ্রীমঙ্গল পৌর বিএনপি বরাবর পাঠানো হয়েছে।