গেজেটে নাম না থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতা। এতে সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার পল্লীবিদ্যুৎ মোড়ে তারা এ অবরোধ করেন। খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে দুপুর একটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ‘আমরা জুলাই বিপ্লবে আন্দোলন করেছি। গোপনে জুলাই বিপ্লবে আহতদের তালিকা করা হয়। প্রকৃত অনেক আহত তালিকা থেকে বাদ পড়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের নাম তালিকায় আছে। আমরা জানতে চাই, কারা কীভাবে এ তালিকা করল।’
তারা আরো বলেন, ‘৪২ জনের প্রকাশিত গেজেটে অনেক আহতের নাম বাদ পড়েছে। আমরা এ তালিকা বাতিলের দাবি জানাচ্ছি। অবিলম্বে জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশের দাবি জানাই।’
জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ নাইম মৃধা অভিযোগ করে বলেন, ‘৩ আগস্ট পুলিশের অ্যাভাস্ট সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হই। আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি অনেকটা লুকিয়ে চিকিৎসা করি। অনেকে রাস্তায় হোঁচট খেয়ে জুলাই যোদ্ধা হয়েছে। আমি গুলি খেয়েও জুলাই আন্দোলনের আহত হতে পারিনি।’
তিনি আরো বলেন, ‘শ্রীপুরে ৪২ জনের গেজেট প্রকাশিত হয়েছে। এ তালিকায় ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নাম রয়েছে। প্রকৃত জুলাই যুদ্ধে আহতদের নাম নেই। আমরা অবিলম্বে তালিকা সংশোধনের আহ্বান করছি।’
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, জুলাই বিপ্লবে আহত কয়েকজন ব্যক্তি গেজেট সংশোধনের দাবিতে সড়ক আবরোধ করেছিল। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এতে করে দুপুর একটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কেকে/ এমএস