সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
মোরেলগঞ্জ হাসপাতালে ৩৫ প্রকারের ঔষুধের তালিকায় পাচ্ছেন ৪ প্রকার
মোরেলগঞ্জ প্রতিনিধি (বাগেরহাট)
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৯:৩৩ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তির শেষ নেই, দুই একটি ঔষুধ ছাড়াই সকল ঔষুধ কিনতে হয় বাহির থেকে। পরীক্ষা নিরিক্ষার জন্য যেতে হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানে।

অন্তঃবিভাগে রোগীদের ৩৫ প্রকারের ঔষুধ সরবরহের নামের তালিকা টানানো থাকলেও ভর্তিকৃত রোগীরা পাচ্ছেন শুধু মাত্র গ্যাসের ট্যাবলেট, জ্বরের প্যারাসিট্যামল, সর্দি কাশির জন্য হিস্টাসিন ট্যাবলেট, সিরাপ ও প্রাথমিক পর্যায়ে দুই একটি স্যালাইন বেশিরভাগ ঔষুধ রোগীদের কিনে আনতে হচ্ছে বাহির থেকে। জরুবি বিভাগে সাধারণ রোগীদের মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা গ্রহনের জন্য ০১৭৩০-৩২৪৮৭৫ নম্বর ব্যবহৃত মোবাইল ফোনটি সর্বক্ষণ ব্যস্ত করে রাখা হয়েছে। কোন প্রকার কলকরে পাওয়া যাচ্ছেনা। কর্তৃপক্ষকে জানানো হলেও হয়নি কোন ব্যবস্থা। ঔষুধ কোম্পানির ভিজিট করা প্রতিনিধিদের খুশি করতে ডাক্তাররা হাসপাতালের সরবরাহকৃত তালিকার ঔষুধ না লিখে গ্রুপ পরিবর্তন করে ভিজিট করা কোম্পানিদের ঔষুধ ব্যবস্থাপত্র লিখছেন। যার ফলে সাধারণ রোগীরা অর্থের অভাবে ঔষুধ কিনে খেতে পারছেনা। চিকিৎসা সেবা থেকে হচ্ছেন বঞ্চিত। রোগীরা সকালের নাস্তা পাচ্ছেন ১০ টায়, দুপুরে ১টার খাবার কোন কোন দিন বেলা ২ টায়।

সরেজমিনে গিয়ে (৮ অগষ্ট) দেখা গেছে, উপকুলিয় মোরেলগঞ্জের প্রায় ৫ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে এ উপজেলার ৩৫ শর্য্যা স্বাস্থ্য কমপ্লেক্সেটি ১৯৬২ সালে নির্মিত হলেও পরবর্তীতে ২০১৮ সালে ৫০ শর্য্যায় রুপান্তরিত হয়। কিন্তু চিকিৎসা ব্যবস্থায় হয়নি কোন পরিবর্তন। লাগেনি আধুনিকতার চিকিৎসার ছোয়া।

বৃহত্তর এ উপজেলার সাধারণ জনগনের স্বাস্থ্য সেবা চলছে এখন খুড়িয়ে খুড়িয়ে। ডাক্তার, জনবল সংকটসহ রয়েছে নানা বিধ সমস্যা। সরকারি লক্ষ লক্ষ টাকা ব্যায়ে পরিক্ষা নিরিক্ষার আধুনিক যন্ত্রপাতি থাকলেও ব্যবহৃত হচ্ছে না। রুম ও জনবল সংকটে বছরের পর বছর পড়ে রয়েছে যন্ত্রপাতি।

হাসপাতালে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে দূর্গন্ধ পরিবেশে চলছে স্বাস্থ্য সেবা। জরুরি বিভাগের সামনে পানি জমে স্যাঁতসেঁতে পরিবেশ, প্রবেশের মূল গেটের পাশে, টিকিট কাউন্টারে ভিতরে এবং রোগীদের বসার স্থানে চেয়ারের নিচে ময়লা আবর্জনা পড়ে রয়েছে।  

ভর্তিকৃত ভাইজোড়া গ্রামের জাহানারা বেগম, চিংড়াখালী গ্রামের রেকসোনা মিম, সোনাখালী গ্রামের মদিনা, উত্তর কালিকাবাড়ী গ্রামের আয়শা বেগম, বড়পড়ি গ্রামের জাহাঙ্গীর আলম, হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখসহ একাধিক চিকিৎসাধীন রোগীরা বলেন, ডাক্তার নিয়মিত এসে দেখে যাচ্ছেন ঔষুধ যা লিখছেন নিজেদের বাহির থেকে কিনে আনতে হচ্ছে। হাসপাতাল থেকে দিচ্ছে মাত্র দুই একটি ট্যাবলেট। 

রোগীর স্বজনরা বলেন, ৮দিন পর্যন্ত বৃদ্ধ মা মুখে কিছুই খায় না তা দেখে কোন সন্তান বসে থাকতে পারে না তাই স্বর্ণ বন্ধক রেখে মাকে চিকিৎসায় নিয়ে এসেছি। সরকারি হাসপাতাল থেকে শুধু মাত্র একটি সিরাপ ও ক্যাপসুল পেয়েছি। ২হাজার ৫শত টাকার ঔষুধ বাহির থেকে কিনেছি। পরীক্ষা নিরিক্ষার জন্য ৩হজার ৫শত টাকা ব্যায় করেছি আর কতো লাগবে জানিনা। সরকারি হাসপাতালে কি কিছুই নেই। আমাদের মতো গরীবের টাকা না থাকায় চিকিৎসা হচ্ছেনা। তা হলে সরকারি হাসপাতালে এলাম কেন? 

এ রকম ৩/৪ হাজার টাকার ঔষুধ বাহির থেকে কিনেছেন একাধিক রোগীর স্বজনরা। অভিযোগ রয়েছে প্রতিদিন সকালে এসে একবার মাত্র রোগীর বেডের নিচ থেকে ময়লার ঝুড়ি নিয়ে যায়। সারাদির আর কোন খবর থাকেনা। দূর্গন্ধের মধ্যে থাকতে হয় রোগীদের। বড় ডাক্তার কে তো কখনও দেখিনা রোগীর কাছে। এসব দেখার কি কেউ নেই ?

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, তিনি উপজেলায় যোগদানের পরে ঔষুধ ক্রয় কোন টেন্ডার হয়নি। পুর্বের টেন্ডারের ঔষুধ দিয়ে চলতে হচ্ছে, যে কারনে ঔষুধের কিছুটা সংকটে সাময়ীক সমস্যা হচ্ছে। অন্তঃবিভিাগে সরবরাহ কৃত ঔষুধের বাহিরে গ্রুপ পরিবর্তন করে কোন ঔষুধ না লেখার জন্য ডাক্তারদের নির্দেশনা দেওয়া রয়েছে। এ রকম কোন ঘটনা ঘটে থাকলে তদন্ত করে দেখা হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close