গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টানমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
শুক্রবার (৮ আগস্ট) বিকালে উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকরা। মানববন্ধনে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
সাংবাদিক আব্দুল আজিজের সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, সহসভাপতি মাহাবুব হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যায়যায়দিন গাজীপুর সদর প্রতিনিধি আইয়ুব খান, কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রুকনুজ্জামান খান, সদস্য লাভলু মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে দিবালোকে চাপাতি বাহিনী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে এবং আনোয়ার হোসেন নামে আরেক সাংবাদিককে পুলিশের সামনেই হাত-পা থেঁতলে দিয়েছে সন্ত্রাসী বাহিনী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা হুশিয়ার দিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে তুহিন হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেফতার করা না হলে গাজীপুর জেলাসহ সারাদেশের সাংবাদিক মিলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
কেকে/এজে