ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে একটি অসাধু চক্র। চক্রটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম চৌধুরীর ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সতর্কতামূলক পোস্টে বিষয়টি প্রকাশ করেন স্বয়ং ছাত্র কল্যাণ উপদেষ্টা।
তিনি বলেন, ‘কতিপয় ব্যক্তি হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে ডিআইইউ’র কিছু শিক্ষার্থীদের কাছে স্কলারশিপ প্রদানের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ নম্বরটি আমাদের নয়।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে এবং ইতোমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের পরিচিতজনদের এ ধরনের কোনো ভুয়া কল বা বার্তার রেসপন্স না করার জন্য অনুরোধ করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘হঠাৎ করে একটা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমাকে স্কলারশিপ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। যেহেতু ছবিতে আমাদের শিক্ষকের ছবি ছিল তাই শুরুতে বিভ্রান্ত হয়েছিলাম। পরে নিশ্চিত হয়ে বুঝি এটি প্রতারণা। এত বড় ধরনের প্রতারণা চক্র বিশ্ববিদ্যালয় পর্যন্ত ঢুকে গেছে—বিষয়টি ভয়ংকর।’
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষার্থীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
কেকে/এজে